ছেলের হাতে খুন হলেন বাবা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১৪ ১৩:১৮:১২


ময়মনসিংহে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে খুন হয়েছেন এক বাবা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে জেলা সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জয়নুদ্দিন (৮০)। আর খুনির নাম আব্দুল মতিন। ঘটনার পর থেকেই আব্দুল মতিন পলাতক রয়েছে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও পরাণগঞ্জ ইউনিয়নের বিট অফিসার মো. হাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রীর সন্তানদের মধ‍্যে সম্পত্তির ভাগ নিয়ে দ্বন্দ্ব চলছিল। ওই বিরোধের জেরে মঙ্গলবার ভোরে প্রথম স্ত্রীর সন্তান মতিন তার বাবাকে খুন করে পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এম জি