রেলকে যাত্রীবান্ধব করতে পদক্ষেপ নেয়া হয়েছে: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৪ ১৬:৫৫:৫৯
রেলকে যাত্রীবান্ধব করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রেল ভবনে রেলওয়ে কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি প্রকল্পের যৌথ পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করার আহ্বান জানান তিনি।
রেলমন্ত্রী বলেন, জাপান, ফ্রান্স, মালেশিয়া ও বাংলাদেশি কয়েকটি কনসালটেন্সি ফার্ম যৌথভাবে পরামর্শক হিসেবে বাংলাদেশ রেলওয়ের সাথে কাজ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর ও রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এম জি