সুনামগঞ্জে আগুনে পুড়ল ৫ দোকান
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১৫ ১৬:১৩:৪৮
সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ৫টি দোকান পুড়ে গেছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বাজারের আগুন লেগে যায়। এবং তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। এতে প্রদীপ দেব নামে একজন ব্যবসায়ীর একটি তৈলের, রাজু ভট্টাচার্যের রাজু ইলেকট্রনিক্সের গুদাম মিদুল দেবের তুলার গোদাম, রিয়া ট্রেডার্সের পশুর পাখির ওষুধের দোকানসহ অন্তত ৫টি দোকান পুড়ে গেছে।
এদিকে আগুনের খবর পেয়ে জগন্নাথপুর ও পার্শ্ববর্তী থানা থেকে আসা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, আগুনে জগন্নাথপুর বাজারে ৫টি দোকান পুড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আগুন লাগার পর পুলিশসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে দোকানগুলো টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও এর পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
সুনামগঞ্জ জেলার ফার্য়ার সার্ভিস উপ পরিচারক তারেক আহমেদ ভুঁইয়া বলেন, আগুন লাগার খবর শুনে প্রথমে একটি ইউনিট কাজ করে। পরে আরও একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আই এইচ