মেজাজ হারিয়ে জরিমানা গুনলেন শান্ত

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৫ ১৭:৪৫:২৭


আউটের সিদ্ধান্ত মনপুত হয়নি। ফিল্ড আম্পায়ারের সঙ্গে দেখান চড়া মেজাজ। এর শাস্তিটাও পাচ্ছেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। বিসিবির একটা সূত্র কালবেলাকে জানিয়েছে এমন তথ্য।

ঘটনাটি বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গতকাল মঙ্গলবার। মিরপুরে এদিন রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাট করতে নামে সিলেট। উদ্বোধনী জুটিতে মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়।

নবম ওভারে বল করতে আসে রংপুর রাইডার্সের অফ স্পিনার মেহেদী হাসান। পঞ্চম বলে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় রংপুর। এলবিডব্লিউ হন শান্ত। তবে আউট নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। মাঠেই এ নিয়ে আম্পায়ারদের সঙ্গে চড়া মেজাজে কথা বলেন তিনি।

এর আগেও আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে ক্ষোভ জানানোয় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। সেবার জরিমানা না করলেও সতর্ক করে দেয়া হয়েছিল তাকে। এবার গুনতে হলো জরিমানাও।

আগামীকাল বৃহস্পতিবার বিপিএলের ফাইনালে সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

আই এইচ