ক্রিকেটের তিন ফরম্যাটেই ভারত এখন নাম্বার ওয়ান

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৫ ১৯:২৫:০৭


আইসিসির দলীয় র‌্যাঙ্কিংয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই প্রথমবারের মতো শীর্ষে উঠার রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় দল হিসেবে প্রোটিয়াদের সেই কীর্তি স্পর্শ করলো এবার ভারতও।

আগে থেকেই ওয়ানডে ও টি টোয়েন্টির দলীয় র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল ভারত। নাগপুরে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারিয়ে এবার টেস্টেও শীর্ষে জায়গা করে নিয়েছে দলটি। এশিয়ার কোন দেশ হিসেবে এমন কীর্তি প্রথম। এখন আইসিসির তিন সংস্করণে নাম্বার ওয়ান দল ভারত।

২০১৩ সালে এই কীর্তি প্রথমবারের মতো করে দেখিয়েছিল দক্ষিণ আফ্রিকা। একই সময়ে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টিতে শীর্ষে ছিল প্রোটিয়ারা।

২৬৭ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির শীর্ষে ভারত। এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তিনে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ২৫৮। ওয়ানডেতে ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ১১২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১১১।

টেস্টে ১১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১১। ইংল্যান্ড তিনে আছে ১০৬ পয়েন্ট নিয়ে। ঠিক ১০০ পয়েন্ট চার নম্বরে নিউজিল্যান্ড।

আই এইচ