২০৪১ সালে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ: স্পিকার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১৫ ২১:২৮:৪৪
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনা দিচ্ছেন। তরুণ প্রজন্মকে যদি বিশ্বের সঙ্গে যুক্ত রাখতে চাই, তাহলে অবশ্যই তাদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপকারভোগীদের মাঝে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা, ইউএনও বিরোদা রানী রায় প্রমুখ।
শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন। বাংলাদেশ এখন ডিজিটাল। ২০২১ সালের রূপকল্পের অনেক আগেই আমরা তা বাস্তবায়নে সক্ষম হয়েছি।
এর আগে স্পিকার মদনখালি ইউনিয়নের কাদিরাবাদ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরে কাদিরাবাদ উচ্চবিদ্যালয় মাঠে শতাধিক কম্বল, মদনখালি ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ৫০টি বাইসাইকেল, ১১টি সেলাই মেশিন, ১০টি স্প্রে মেশিন এবং ১০টি হুইল চেয়ার বিতরণ করেন।
এরপর একই ইউনিয়নের জাফরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের পর উপজেলা পরিষদ চত্বরে ‘অদম্য অগ্রযাত্রার বাংলাদেশ টেরাকোটা’ উদ্বোধন করেন তিনি। বিকেলে উপকারভোগীদের মাঝে স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন স্পিকার।
এএ