স্কুলছাত্র মামুন হত্যার রায় : ৪ জনের ফাঁসি

প্রকাশ: ২০১৬-০৪-২১ ২০:২৮:২৩


ga_110179গাজীপুরে স্কুলছাত্র মামুন হত্যার দায়ে চার জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গাজীপুরের পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকার আফজাল হোসেন সরকারের ছেলে জামান সরকার, একই এলাকার আব্দুল হামিদ ভূইয়ার ছেলে মো. শাকিল ভূইয়া, তার ভাই ইকবাল হোসেন ভূইয়া ও কুড়িগ্রামের রাজারহাট থানার লতাবর গ্রামের মজিবুর রহমানের ছেলে আবু সায়েম।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় উজ্জল সরকার, সুমন খান ও আফজাল হোসেনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকার হাসান খন্দকারের মেয়ে রোকসানাকে বিয়ের প্রস্তাব দেয় প্রতিবেশী জামান সরকার। রোকসানার পরিবার ওই প্রস্তাব ফিরিয়ে দেয়। এ ঘটনায় জামান সরকার ক্ষিপ্ত হয়ে হাসান খন্দকারের ছেলে স্থানীয় ভাদুন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মামুনকে ২০০৪ সালের ১০ আগস্ট সকালে ফুসলিয়ে নিয়ে যায়।

পরে এ ঘটনায় জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা হাসান খন্দকার। এর তিন দিন পর ১৩ আগস্ট ওই এলাকার শাহজাহান ভূইয়ার বাড়ির পূর্ব পাশে টয়লেটের সেফটি ট্যাঙ্কের ভেতরে হাত-পা ও গলায় কালো কাপড় বাধা অবস্থায় মামুনের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় জামান সরকারসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে সিআইডির পরিদর্শক সুলতান মাহমুদ ২০০৬ সালের ১১ মার্চ অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ১৫জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আতাউর রহমান খান, আসামিপক্ষে ছিলেন আব্দুর রশীদ।

সানবিডি/ঢাকা/আহো