জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী শুনানি ২৮ এপ্রিল

প্রকাশ: ২০১৬-০৪-২১ ২১:২০:৩৮


khaleda20160421151717বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ এপ্রিল ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালত এ দিন ধার্য করেন।

আদালতে আজ খালেদার পক্ষে সিনিয়র আইনজীবী আব্দুর রেজ্জাক খান মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন অর রশিদকে আংশিক জেরা করেন। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামী ২৮ এপ্রিল পর্যন্ত মূলতবি করেন আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আসামি মোট ৬ জন। অন্য পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদার জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

আসামিদের মধ্যে কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক, অন্যরা জামিনে আছেন। তারেক রহমানের পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে আইনজীবীর হাজিরা দাখিল করেন।

সানবিডি/ঢাকা/আহো