ওয়ানডে ও টি-টোয়েন্টিতে উইন্ডিজের দুই অধিনায়ক
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৭ ১৯:০২:২৩
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ওয়েস্ট ইন্ডিজ ছিটকে পড়ার জেরে নেতৃত্ব ছাড়েন নিকোলাস পুরান। অবশেষে সীমিত ওভারে নতুন অধিনায়ক বেছে নিলো ক্যারিবীয়রা।
এবার দুই ফরম্যাটে আলাদা অধিনায়ক করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে দলের নেতৃত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে শাই হোপকে এবং টি-টোয়েন্টিতে অধিনায়ক হয়েছেন রভম্যান পাওয়েল।
১৬ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে সীমিত ওভারের সিরিজ শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। ওই সিরিজ থেকেই অধিনায়কের ভূমিকায় দেখা যাবে হোপ এবং পাওয়েলকে।
অধিনায়ক পরিবর্তন করার পর ওয়েস্ট ইন্ডিজের এখন পাখির চোখ আগামী বিশ্বকাপ। এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। যোগ্যতা অর্জনের জন্য লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ।
জিম্বাবুয়েতে গ্লোবাল কোয়ালিফায়ারের মাধ্যমে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার রাস্তা রয়েছে ক্যারিবিয়ানদের। যা জুন-জুলাইতে অনুষ্ঠিত হবে।
আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বর্তমানে দশম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের থেকেও পেছনে ব্রায়ান লারার দেশ।
এএ