মারা গেলেন র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা আ. রউফ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৮ ১৬:২১:৪৪
র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার ( ১৮ফেব্রুয়ারি ) দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
আ. রউফ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তারা হচ্ছেন—রোমানা রউফ চৌধুরী, রোমো রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরী।
পারিবারিক সূত্রে জানা গেছে, আ. রউফ চৌধুরীর নামাজে জানাজা আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে বিক্রমপুরের পৈতৃক বাড়িতে। সেখানে বাদ এশা তার দাফন সম্পন্ন হবে।
আই এইচ