গোসল করতে নেমে চবি ছাত্র নিখোঁজ

প্রকাশ: ২০১৬-০৪-২২ ১৬:৫৪:২১


noman20160422104735চট্টগ্রামের হালদা নদীতে গোসল করতে নেমে নোমান চৌধুরী নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে হাটহাজারীর নাঙ্গলমোড়া এলাকায় হালদা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমেছিলেন তিনি।

নোমান চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

দুপুর ২টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নোমানের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন বলে জানান নগরীর আগ্রাবাদের ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম কর্মকর্তা সাহিদুর ইসলাম।

স্থানীয় সুত্রে জানা গেছে, চবির কয়েকজন ছাত্র হাটহাজারী লাঙ্গলমোড়া এলাকায় বন্ধুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। শুক্রবার দুপুর ১২টার দিকে হালদা নদীতে তারা গোসল করতে নামেন।

সানবিডি/ঢাকা/আহো