গেইনারের শীর্ষে মুন্নু জুট স্ট্যাফলার্স
প্রকাশ: ২০১৬-০৪-২২ ১৭:২৩:১৩
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের তালিকার শীর্ষে অবস্থান করছে মুন্নু জুট স্ট্যাফলার্স। আলোচিত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৯ দশমিক ৭৭ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ১০ লাখ ১১ হাজার ৮০০ টাকার শেয়ার। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫০ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২৭ দশমিক ৮৮ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৫ কোটি ২১ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৬ কোটি ০৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ২৪ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ১ লাখ ১৭ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫ কোটি ৫ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশনে ২৩ দশমিক ৮৭ শতাংশ, বার্জার পেইন্টসে ১৭ দশমিক ৭৫ শতাংশ, জেমিনি সি ফুডে ১৩ দশমিক ৮৬ শতাংশ, ইবনে সিনায় ১২ দশমিক ৬৪ শতাংশ, এমজিএলবিডিতে ১০ দশমিক ০১ শতাংশ, স্টাইল ক্রাফটে ৯ দশমিক ৮০ শতাংশ ও আইিএলসি ফাইন্যান্সে ৯ দশমিক ৭৯ শতাংশ দর বেড়েছে।
সানবিডি/ঢাকা/আহো