এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ওমান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৯ ১৪:১৩:৫৫


মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে দেশটিতে এ ভূকিম্পন অনুভূত হয়।

ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টারের মতে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১।

রয়েল ওমান পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের পর অনেক বাসিন্দা তাদের কাছে ফোন করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা আহতের খবার পাওয়া যায়নি।

এছাড়া ভূমিকম্পে কোথাও ক্ষতির খবর শোনা যায়নি।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৪৬ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে লাখ লাখ মানুষ। ভয়াবহ এ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

মৃত্যের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

সূত্র: খালিজ টাইমস

আই এইচ