ক্যাম্প থেকে ১৬ রোহিঙ্গা আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১৯ ১৪:২৪:১৯
কক্সবাজারের উখিয়া উপজেলায় কুতুপালং-বালুখালীসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাদের কক্সবাজার জেলহাজতে পাঠানো হয়।
এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক রোহিঙ্গাদের কেউ কেউ বিভিন্ন হত্যা মামলার আসামি। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোস্তাক (৩৫), সোনা আহম্মদ (৩৪), মোহাম্মদ ছলিম (১৯), মোহাম্মদ তৈয়ব (২৫), হোসেন জোহর (২২), টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের আলী জোহার (২৮), মো. ইউসুফ (২৭), মো. আমির হাকিম (৪০), মোহাম্মদ শফি (৩২), আনোয়ার শাহ (১৮), কামাল হোসেন (৩১), মো. আলী জোহর (৪২), মো. হারুন (২৩), মো. সলিম (৩০), মো. রফিক (৩০) ও সাইফুল আলম (৪০)। এদের মধ্যে ১২ জন এজাহারনামীয় আসামি। বাকি চারজন সন্দেহভাজন আসামি।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আটক রোহিঙ্গাদের থানায় হস্তান্তর করেছে এপিবিএন পুলিশ। পরে শনিবার মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
এম জি