অডিও ফাঁস: ইবি উপাচার্যের কার্যালয়ে ফের তালা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-২০ ১১:৪১:৫২
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভিসির কার্যালয়ে আবার তালা লাগিয়েছে চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীরা ও অস্থায়ী চাকরিজীবী পরিষদ।
সোমবার (২০ ফেব্রুয়ারি) চাকরি প্রত্যাশীরা ভিসির কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। ফলে ভিসির নিরাপত্তা ও পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসন ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে ফেসবুক আইডি থেকে অগ্রিম চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারির নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসির একাধিক অডিও ক্লিপ ফাঁস হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভিসিকে দুর্নীতিবাজ ও চোর আখ্যা দিয়ে রোববার ডে লেবার ও ‘অস্থায়ী চাকরিজীবী পরিষদ’ ভিসির পদত্যাগের দাবিতে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন করে।
আন্দোলনকারীরা বিশ্বাবিদ্যালয়ের বিভিন্ন দফতর ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। তাদের বেশিরভাগই সাবেক ছাত্রলীগ নেতা-কর্মী বলে জানা গেছে।
এদিকে একই ঘটনার জের ধরে সোমবার সকালে আবার তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। ফলে ভিসির নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়।
এম জি