৩ দিন পর বাবুর মরদেহ ফেরত দিচ্ছে বিএসএফ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-২০ ১৩:০৩:৫৩


দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর মরদেহ চার দিনের মাথায় ফেরত দিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

সোমবার (২০ ফেব্রুয়ারি) জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাবু হিলি সীমান্তের ধরন্দা গ্রামের আবুল হোসেনের একমাত্র ছেলে।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় সীমান্তে ধরন্দা এলাকার ২৮৫/২৫নং সাব-সীমানা পিলারের পাশ দিয়ে ভুলবশত ভারতের কুন্ডুপাড়া এলাকায় ঢুকে পড়ে বাবু। এ সময় বিএসএফ বাবুকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বাবু।

এদিকে তিনদিন পর সোমবার বিকেল সাড়ে ৪টায় হিলি চেকপোস্ট দিয়ে বাবুর মরদেহ বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশের হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আই এইচ