গুলশানে আগুনের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২০ ১৩:১৪:৪৬
গুলশানে বহুতল আবাসিক ভবনে আগুনের ঘটনায় শিকদার মেডিকেলে চিকিৎসাধীন ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২ জনের মৃত্যু হলো। এছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শ্বাসনালী পুড়ে যাওয়া শামা রহমান সিনহার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অন্যদিকে দগ্ধ অন্য দুইজন মুসা শিকদার ও রওশন আলী ঝুঁকিমুক্ত রয়েছেন। রোববার সন্ধ্যা ৭টায় গুলশান-২–এর ১২ তলা ওই ভবনে আগুন লাগার পর চার ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এসময় ভবন থেকে লাফিয়ে পড়ে রাতে মারা যান আনোয়ার হোসেন।
পরে আহত ৩ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শামা রহমান সিনহাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। শামা রহমান বিসিবির পরিচালক ফাহিম সিনহার স্ত্রী।
তিনি ১২ তলা ভবনের ছাদ থেকে সুইমিংপুলে লাফ দিয়েছিলেন। লাফিয়ে পড়ার কারণে তার শরীরের বিভিন্নস্থানে আঘাত পান। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আশংকাজনক ওই নারীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হবে।
রোববার সন্ধ্যা ৭টায় গুলশান-২ এর ১২ তলা এ ভবনের সাত তলায় আগুন লাগে। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে ভবনের ওপরের তলায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে কাজ করে। পরে তাদের সাথে যোগ দেয় বিমান বাহিনীর দুটি ইউনিট।
পরে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবন থেকে একটি শিশুসহ মোট ২২ জনকে তারা সেখান থেকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এম জি