চট্টগ্রামের রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-২০ ১৫:২৯:০২


চট্টগ্রামে ফিউশন ক্যাফে নামের একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় তিন কর্মী দগ্ধ হয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে ১১টায় শহরের খুলশি থানাধীন হলি ক্রিসেন্টের পাশের গলিতে অবস্থিত ওই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, রেস্তোরাঁর কর্মী হোসাইন (২০), মুবিনূল হক (২২) ও মো. কাশেম (১৭)।

ফিউশন ক্যাফের ম্যানেজার গুলজার জানান, সোমবার সকালে রেস্তোরাঁর রান্নার কাজ চলছিল। এ সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রেস্তোরাঁর তিন কর্মী দগ্ধ হন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলতে সক্ষম হন অন্য কর্মীরা।

খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা জানান, সোমবার সকালে খবর পেয়ে দগ্ধ কর্মীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আই এইচ