ব্যক্তিত্ব প্রকাশে বাংলা শুদ্ধ উচ্চারণ জরুরি: ইউএনও শরীফ উল্যাহ

উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-২০ ২১:০০:৩০


চট্টগ্রামের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন, বাংলা শুদ্ধ উচ্চারণে প্রশিক্ষণের মাধ্যমে সার্বজনীন শিক্ষায় যেমন উৎকর্ষ সাধন হয়, তেমনি একজন ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশের জন্য জরুরি।

বাংলা শুদ্ধ উচ্চারণের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে মহান ভাষার মাসে সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চুনতি সরকারি মহিলা কলেজের উদ্যোগে কলেজ হল রুমে “শুদ্ধ বাংলা উচ্চারণ বিষয়ক কর্মশালায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শরীফ উল্যাহ বলেন, বাংলা আমাদের মাতৃভাষা। বাংলায় আমরা অনর্গল কথা বলতে পারি। হোক সেটা শুদ্ধ বা অশুদ্ধ, আঞ্চলিক উচ্চারণ অথবা প্রমিত বাংলা উচ্চারণে। আমরা যত বেশি শিক্ষিত হই তত ভাষার জ্ঞান ও শব্দভাণ্ডার আমাদের বাড়ে। অনেকে কথা বলতে থাকলে আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকি। কিন্তু আমাদের মধ্যে এই সংখ্যাটা খুবই কম। উচ্চ শিক্ষা অর্জন করেও বাংলার ভাষাগত জ্ঞান ও শুদ্ধ উচ্চারণের সঠিক জ্ঞান না থাকায় এবং যথেষ্ট চর্চার অভাবে আমাদের বেশিরভাগ লোকই শুদ্ধ ও সুন্দর উচ্চারণে বাংলায় কথা বলতে পারে না।

তিনি আরও বলেন, আমরা সবাই কথা বলতে পারি, কিন্তু শুদ্ধভাবে বলতে পারি না অনেকেই। আমাদের কথায় থাকে আঞ্চলিকতার টান। কারণ, জন্মের দুই বছরের মাথায় আমরা সবাই মাতৃভাষা শিখলেও সঠিক বর্ণপরিচয় ও শুদ্ধ উচ্চারণ শিখি না। ফলে আমাদের ভাষায় থেকে যায় আঞ্চলিকতা। নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে থাকে বড় ধরনের জড়তা। এক অঞ্চলের বুলি বা ভাষা হয়ে যায় অন্য অঞ্চলের গালি।

চুনতি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবু নঈম আজাদের সভাপতিত্বে শুদ্ধ বাংলা উচ্চারণ বিষয়ক কর্মশালায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.এম.এম. রিজাউল ইসলাম।

প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী।

কর্মশালায় খালেদা আকতারসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএ