আমরা রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেছি: তোফায়েল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-২১ ১৯:৪০:১২


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ একমাত্র দেশ, যেই দেশ ভাষার জন্য রক্ত দিয়েছিল। বাঙালি গর্বিত জাতি। আমরা মায়ের ভাষার জন্য রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেছি।

মঙ্গলবার ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস প্রমুখ।

এম জি