ফরিদপুরে আ’লীগ প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট: ২০১৬-০৪-২৪ ১১:০৯:৫২


Hottaইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের মধুখালী উপজেলার বাঘাট ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বড় ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম ফকিরকে (৪৫) আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের বাঘাট বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মধুখালী থানার ওসি রুহুল আমিন। এ ঘটনায় আহত আরও ৫ জন ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

ওসি জানান, রাতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমানের বড় ভাই আতিয়ার রহমান (৫৫) বাঘাট বাজারে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ওই ক্যাম্পে রহিম ফকিরের নেতৃত্বে ২০/২৫ জন লোক লাঠিসোটা ও রামদাসহ হামলা করে। এ সময় ৬ জন আহত হন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিয়ারকে মৃত ঘোষণা করেন।

আতিয়ারের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। তফসিল অনুযায়ী, আগামী ৭ মে চতুর্থ ধাপে বাঘাট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

সানবিডি/ঢাকা/এসএস