বারবার শহীদ মিনারকে রক্তাক্ত করছে বিএনপি: কাদের
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০২-২২ ১৬:৫১:৪১
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ না, বারবার শহীদ মিনারকে অপমান ও রক্তাক্ত করছে বিএনপি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, মাতৃভাষা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আর বিশ্বে স্বীকৃতি পেয়েছে শেখ হাসিনার জন্য। মাতৃভাষাকে আপনারা অপমান করেছেন। শহীদ মিনারকে রক্তাক্ত করেছেন আপনারা।
কাদের বলেন, এই অপশক্তি সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ। দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। আগুন সন্ত্রাসীদের হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়, এদের হাতে একুশের চেতনা নিরাপদ নয়, মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিরাপদ। বিএনপি দেশের রাজনীতির বিষফোঁড়া; এদের প্রতিহত করতে হবে।
এম জি