বিজ্ঞাপন দিয়ে ফিরছেন মোনালিসা
আপডেট: ২০১৬-০৪-২৪ ১২:৫০:০৪
মডেল ও অভিনেত্রী মোনালিসা দেশে ফেরার পর ঘোষণা দিয়েছিলেন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি কাজে ফিরবেন। কিন্তু তা আর আপাতত হচ্ছে না। এখন নাটক নয়, বিজ্ঞাপনে মডেল হয়ে তিনি কাজে নিয়মিত হতে যাচ্ছেন।
যমুনা ফ্যানের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার জন্য চূড়ান্ত হয়েছেন তিনি। আগামী ২৯ এপ্রিল দিনব্যাপী বিজ্ঞাপনটির শুটিং হবে। এটি নির্মাণ করবেন সৈয়দ রাসেল। মোনালিসা জানান, যমুনা গ্রুপের দুটি বিজ্ঞাপনে কাজ করবেন তিনি। একটি ফ্যানের এবং অন্যটি ফ্রিজের। এর মধ্যে ফ্যানের বিজ্ঞাপনের কাজটি আগে করা হবে। আর ফ্রিজেরটি পরে।
মোনালিসা মনে করেন, বিজ্ঞাপনই আমার আসল জায়গা। দর্শক আমাকে মোনালিসা হিসেবে আবিষ্কার করেছেন বিজ্ঞাপনের মডেল হওয়ার কারণেই। তাই মডেলিং আমার অনেক ভালোবাসার এবং আরাধনার।
সানবিডি/ঢাকা/এসএস