জয় অপহরণ পরিকল্পনায় আরও ৩ জনের নাম: পুলিশ

আপডেট: ২০১৬-০৪-২৪ ১৭:১১:৩২


Shafiqপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ পরিকল্পনায় আরও তিনজনের নাম পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘জিজ্ঞাসাবাদের শফিক রেহমান জয়কে অপহরণ পরিকল্পনায় আরও তিনজনের নাম বলেছেন।’

তবে ওই তিনজনের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।

তিনি বলেন, ওই তিনজনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল আরও জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে শফিক রেহমান বলেছেন, জয় সম্পর্কিত তথ্য পেতে ৩০ হাজার ডলার দেওয়া হয়েছে। তবে শফিক রেহমানের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি।