নির্বাচন নয়, এটা তামাশার বায়োস্কোপ: নোমান

আপডেট: ২০১৬-০৪-২৪ ১৫:১১:৫৫


Nomanবিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল নোমান বলেছেন, এ সরকার নির্বাচনের নামে তামাশার বায়োস্কোপ দেখাচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রও নেই যেখানে বন্দুকযুদ্ধ হয়নি। চর দখলের মতো এ নির্বাচনে হয়েছে সহিংসতা ও ভোট ডাকাতি।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান ও শওকত মাহমুদসহ বিভিন্ন মামলায় আটক নেতাদের মুক্তির দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নোমান এসব কথা বলেন। জাতীয়তাবাদী জিয়া সমাজ কল্যাণ পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

নির্বাচনপদ্ধতির কঠোর সমালোচনা করে আব্দুল্লাহ আল নোমান বলেন, আমি নির্বাচন কমিশনের কাছে বলেছিলাম যে, বিবাদমান ইউনিয়ন পরিষদের একটা দুটো সেন্টার নয় পুরো ইউনিয়ন পরিষদের ভোট বাতিল করেই নির্বাচনী সহিংসতা বন্ধ করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন সে কথা আমলে নেয়নি। লোক দেখানোর মতো করে একটি দুটি কেন্দ্রের ভোট বাতিল করে তামাশা দেখাচ্ছে।

দেশের গার্মেন্টস খাত প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি গার্মেন্টস বন্ধ আছে। আর রানা প্লাজার ক্ষতিগ্রস্তরা এখন প্রায় পাগলের পথে।

সংবাদপত্রের বরাতে সাবেক এ মন্ত্রী বলেন, আজকে শুধু গণতন্ত্রকে হরণ নয়, দেশ লুটপাটে ভরে গেছে। আমাদের যে রিজার্ভ গলার উপরে উঠে গেছিল,  সে রিজার্ভে সংকট দেখা দিয়েছে। ডলারের কথা বলা হয় অথচ এই ডলার সাধারণ মানুষের কোনো কল্যাণে আসে না।

সাধারণ মানুষের দুর্দশা ও আয়ের প্রসঙ্গ টেনে নোমান বলেন, প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে। বেতন যা পায় তা দিয়ে সাধারণ মানুষের বাজার হয় না। তারা অর্ধাহারে অনাহারে থাকে। প্রোডাক্টিভ মানুষ কাজ পাচ্ছে না। গণতন্ত্রহীনতায় দেশ ধ্বংস হচ্ছে।

সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ব্যারিস্টার পারভেজ আহমেদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন ।

সানবিডি/ঢাকা/আইনাল/এসএস