চীনে গরুর মাংস রপ্তানি স্থগিত করল ব্রাজিল
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৩ ২০:০৩:৩৩
চীনে গরুর মাংস রপ্তানি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। গরুর রোগ ‘ম্যাড কাউ’ শনাক্ত হওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিলো দেশটি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রাজিলের পারা রাজ্যে গরুর মধ্যে ‘ম্যাড কাউ’ শনাক্ত হয়েছে। এরপর বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে আপাতত গরুর মাংস রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত নেয় দেশটির কৃষি ও পশুসম্পদ মন্ত্রণালয়। এ নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হয়েছে।
চীন ও ব্রাজিলের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবে রোগ শনাক্ত হওয়ায় মাংস রপ্তানি স্থগিত করে দেয়া হয়েছে। তবে এমন সিদ্ধান্ত ব্রাজিলের খামারিদের জন্য বড় একটি ধাক্কা। কারণ চীনেই সবচেয়ে বেশি মাংস রপ্তানি করে থাকেন তারা।
ব্রাজিলের কৃষি ও পশুসম্পদ মন্ত্রী কার্লোস ফাভারো বলেছেন, তদন্তের প্রতিটি স্তরে তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বিশ্বে ব্রাজিলের মাংসের গুণগত মান নিশ্চিতের ভিত্তিতে পুরো বিষয়টি পরিচালিত হচ্ছে।
এম জি