রাজধানীর যেসব জায়গায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২৩ ২১:০৯:০১


রাজধানীর বেশ কিছু অঞ্চলে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ কাজের জন্য এ বিদ্যুৎ বিভ্রাট ঘটবে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ (মেইনটেন্যান্স) কাজের জন্য আগারগাঁও, সাত মসজিদ ও ক্যান্টনমেন্ট এবং গ্রিড উপকেন্দ্রের আওতাধীন ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিজয় সরণিসহ প্রভৃতি এলাকায় সকাল ৭ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত লোডশেডিং হতে পারে।

এম জি