ফিরোজ মোল্লা হত্যা: ২ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-২৩ ২১:২৮:০৩


কুষ্টিয়ার আলামপুরে ফিরোজ মোল্লা নামে এক যুবককে হত্যার দায়ে দুইজনের ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেকদের ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় সাজাপ্রাপ্ত একজন আসামি পলাতক ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ইবি থানাধীন মৃত্তিকাপাড়া গ্রামের আদিল উদ্দিনের ছেলে সজিব বিশ্বাস, বারিয়াপাড়া গ্রামের মৃত জানে আলী জানু ওরফে জান আলীর ছেলের রফিকুল ইসলাম, করিমপুর গ্রামের মৃত ওয়াহেদ জোয়ার্দ্দারের ছেলে জমির উদ্দিন জোয়ার্দ্দার (পলাতক), মকছেদ আলী মণ্ডলের ছেলে সদর উদ্দিন মণ্ডল, আব্দুল আজিজ ওরফে আজিতের ছেলে আনিছুর রহমান ওরফে আনিস, এবং বালিয়াপাড়া গ্রামের দিদার আলীর ছেলে সুমন আলী ওরফে সুমন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১ জানুয়ারিতে রাতের কোনো এক সময় মৃত ফিরোজ মোল্লাকে জবাই করে হত্যা করে এবং তার মাথা একটি ব্যাগের মধ্যে রেখে আলামপুর বালিয়াপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুই নাম্বার গেটে টাঙিয়ে দেয় এবং মাথাবিহীন দেহটি বালিয়াপাড়া বাবলা তলা মাঠে জনৈক সদর উদ্দিনের সরিষা ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার তিন দিন পর কুষ্টিয়া মডেল থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম খান তদন্ত শেষে ২০১৭ সালে ১ এপ্রিল অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

এম জি