ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ কেজি গাঁজাসহ যুবক আটক
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০২-২৫ ১১:২২:৩৪
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৯০ কেজি গাঁজাসহ ইমাম হোসন ইমা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার(২৪ ফেব্রুয়ারি) রাতে কসবা পৌর এলাকার মরাপুকুরপাড় এলাকা তাকে আটক করা হয়। আটককৃত ইমাম হোসন ইমা কসবা পৌর এলাকার কালিকাপুর এলাকার রইজ মিয়ার ছেলে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌর এলাকার মরাপুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে অটোরিকশাসহ ইমাম হোসনকে আটক করা হয়। পরে অটোরিকশা তল্লাশি করে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আই এইচ