সিরিয়ায় স্থলসেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র
প্রকাশ: ২০১৬-০৪-২৪ ১৮:০৮:০৪
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের স্থলসেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, শুধুমাত্র সামরিক প্রচেষ্টা দেশটির সমস্যার সমাধান করতে পারবে না। রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বারাক ওবামা বলেন, ‘বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতা থেকে সরাতে স্থলসেনা পাঠানো হলে তা যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের জন্য বড় ধরনের ভুল হবে’।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মনে করেন না তার ক্ষমতার শেষ নয় মাসে এসে তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট পরাজিত হবে। তবে তিনি বলেন, তারা যেখান থেকে পরিচালিত হয় আমরা সেই পরিবেশ ধীরে ধীরে সংকুচিত করতে পারি।
তিনদিনের সফরে যুক্তরাজ্যে থাকা বারাক ওবামা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়েও কথা বলেছেন। জুনে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়ে যুক্তরাজ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ওবামা ব্রিটেনকে সতর্ক করে দিয়ে বলেন, যদি যুক্তরাজ্য ইইউ ত্যাগ করে তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দেশের যে বাণিজ্যিক চুক্তির বিষয়ে আলোচনা হচ্ছে তা ১০ বছর পর্যন্ত সময় নিতে পারে।
পরে এই মার্কিন প্রেসিডেন্ট জার্মানির হ্যানওভারে যান। যেখানে বিতর্কিত ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ (টিটিআইপি) চুক্তির জন্য সমর্থন জোরদার হবে বলে প্রত্যাশা করছেন তিনি। হ্যানওভারের মেসেতে জার্মান চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বিশ্বের সর্ববৃহৎ শিল্প প্রযুক্তি বাণিজ্য মেলার উদ্বোধনের কথা রয়েছে ওবামার।
সানবিডি/ঢাকা/এসএস