কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২৭ ১২:৪২:৪৭


রাজধানীর কাওরান বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (২২) এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

পরে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী ইব্রাহীম জানান, কাওরান বাজারে রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক আহত অবস্থায় পড়ে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানাকে জানিয়েছি।

আই এইচ