ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ নারীর মৃত্যু
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০২-২৭ ১৩:০৩:২৭
নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরের গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সুখী আক্তার (২৫)।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, সুখী আক্তারের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরও জানান, সুখীর স্বামী আল আমিন সিকদারসহ (৩০) দগ্ধ আরও চারজন একই হাসপাতালে ভর্তি আছেন। আল আমিনের অবস্থাও আশঙ্কাজনক, তার শরীরের ৯৫ শতাংশ পুড়েছে।
দগ্ধ বাকি তিনজন হলেন আলেয়া বেগম (৬৫) ও তার ছেলে জামাল (৪৫) এবং রাজমিস্ত্রি রফিক (৩৫)। তাদের মধ্যে রফিকের শরীরের ১২ শতাংশ এবং আলেয়া ও তার ছেলে জামালের সামান্য পুড়েছে।
আল আমিন ছিলেন ফতুল্লার মোতালেব গার্মেন্টসের অপারেটর, তার স্ত্রী সুখী কাজ করতেন মেট্রো গার্মেন্টসে। ফতুল্লার রামারবাগ এলাকায় একটি বাসায় তারা ভাড়া থাকতেন। রোববার সেখানেই এ অগ্নিদুর্ঘটনা ঘটে।
আই এইচ