ইউক্রেনের পাশে থাকবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৭ ১৫:০০:১৪


চলমান সঙ্কটে ইউক্রেনের পাশে থাকবে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) কিয়েভ সফরে গিয়ে এই বার্তা দেন তিনি। খবর রয়টার্সের।

তিনি জানান, রুশ-ইউক্রেন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানে কাজ করবে সৌদি আরব। এদিন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন যুবরাজ ফয়সাল।

সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তেজনা ও সংঘাত কমাতে সব ধরনের সহায়তায় আগ্রহী সৌদিআরব। শান্তিপূর্ণ সমাধান চাই। যুদ্ধের সমাপ্তি আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত। জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী; যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

গত অক্টোবরে ইউক্রেনকে ৪শ’ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দেয় রিয়াদ। সংঘাত নিরসনে মধ্যস্থতার আগ্রহও দেখান। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতায় গত বছর সেপ্টেম্বরে ১০ বিদেশি বন্দিকে মুক্তি দেয় রাশিয়া। এদের মধ্যে ৫ জন ব্রিটিশ ও দু’জন মার্কিন নাগরিক ছিলেন। ১৯৯৩ সালে কূটনৈতিক সম্পর্কের সূচনা হয় দু’দেশের।

এম জি