স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২৭ ১৯:৪৪:৩৪


নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকাল ৪টার দিকে বিএনপি নেত্রী তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতিলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন তার নিরাপত্তায় নিয়োজিত সিএসএফের সদস্যরা দলের নেতা-কর্মীরা।

তার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কজন নেতা তার বাসভবনে আসেন দেখা করতে।

সবশেষ খালেদা জিয়াকে গেল বছর ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে নেওয়া হয়েছিল। পরে ৩১ আগস্ট চিকিৎসা শেষে বাসভবনে ফেরেন তিনি। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা।

দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তখন শর্ত দেওয়া হয়েছিল, তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে। এরপর বিভিন্ন সময় বিএনপি তাকে বিদেশ নেওয়ার দাবি জানিয়ে এলেও সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।

এএ