দেড় ঘণ্টায় ১৮০ কোটি ছাড়াল লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৮ ১২:০২:১৮
ঢাক স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস
মঙ্গলবার সূচকের নামমাত্র উত্থানে লেনদেন চলছে। তবে ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ১৮০ কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়েছে। সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২০ পয়েন্টে।
এই সময়ের মধ্যে মোট ১৮০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১১১টির, কমেছে ৪৬টির। আর অপরিবর্তিত রয়েছে ১০৭টি কোম্পানির শেয়ার দর।
এনজে