পুঁজিবাজারে দরপতন অব্যাহত

প্রকাশ: ২০১৬-০৪-২৫ ১৫:২৩:৩৮


INDEX-600x371টানা পঞ্চম দিনের মতো সোমবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রায় ৫৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৩৩১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৩ কোটি ৭৭ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩০৭ কোটি ৫১ লাখ টাকা।

এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩২১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৫৮ পয়েন্টে।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টি কোম্পানির, দর কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ২৯৭ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

সানবিডি/ঢাকা/আহো