নারায়ণগঞ্জে ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-২৮ ১৪:৩০:১৯


নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসপি কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসপি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এম জি