ক্লাস-পরীক্ষা বর্জন, তৃতীয় দিনের কর্মসূচি অব্যাহত

প্রকাশ: ২০১৬-০৪-২৫ ১৫:৪৮:৩০


Rajshahi RU teacher murder protest pic by Mithu date- 25.04.2016.রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধসহ আন্দোলনে উত্তাল রয়েছে ক্যাম্পাস। সোমবার বেলা ১০টা থেকে বিভিন্ন বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন, শোক-মিছিল, অবস্থান ধর্মঘট ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিভাগের অফিস খোলা ছিল এবং অধিকাংশ শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো খুবই কম।

ইংরেজি বিভাগের কর্মসূচি : ইংরেজি বিভাগ সকাল ১০টায় শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে শোক মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর তারা শিক্ষক সমিতির মানববন্ধনে মিলিত হয়। পরবর্তীতে শহীদুল্লাহ কলা ভবনের ১৫০ নম্বর কক্ষে বিভাগের পক্ষ থেকে শোকসভা অনুষ্ঠিত হয়।

রাবি শিক্ষক সমিতির মানববন্ধন : সোমবার সকাল সাড়ে ১০টায় শিক্ষক হত্যাকা-ের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানবন্ধন করে শিক্ষক সমিতি। সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আজম শান্তনুর সঞ্চালনায় বক্তব্য দেন ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, সহকারী অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আইন বিভাগের অধ্যাপক ড.হাসিবুল আলম প্রধান, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক রকীব আহমেদ, কম্পিউটার সায়েন্স অ্যা- ইঞ্জিনিয়ার বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান প্রমুখ।

মানববন্ধনে আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক দুর্ভাগা। ২০০৪ সালে ২৪ ডিসেম্বর রাবি শিক্ষক ইউনুস হত্যার মধ্য দিয়ে রাবিতে শুরু হয় শিক্ষক হত্যার ষড়যন্ত্র। গত ১২ বছরে একের পর এক সংস্কৃতিমনা, মুক্তবুদ্ধি চর্চা, প্রগতিশীল শিক্ষকদের হত্যা করা হয়েছে। কিন্তু কোন হত্যাকা-েরই সুষ্ঠু বিচার সম্পন্ন হয় নি। তবে কি এই বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধি চর্চা করা অপরাধ? মানববন্ধন শেষে রাবি উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিনকে একটি স্মারক লিপি প্রদান করেন রাবি শিক্ষক সমিতি।

বাগমারা থানা সমিতি : শিক্ষক হত্যাকা-ের ঘটনায় দুপুর সাড়ে ১২টায় শোক র‌্যালি ও মানববন্ধন করেছে বাগমারা থানা সমিতি। তারা এ হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তি দাবি করে।

সানবিডি/ঢাকা/হৃদয়/আহো