জয় হত্যাচেষ্টা মামলায় ৫ দিনের রিমান্ডে মাহমুদুর রহমান

প্রকাশ: ২০১৬-০৪-২৫ ১৬:৩৯:২৬


mahmudur20160425103605প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালত। এদিন মাহমুদুর রহমানকে আদালতে হাজির করা হয়।

এ মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে প্রথমে গ্রেফতারের পর দুদফায় রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশের দাবি শফিক রেহমানের দেয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে আরো বেশ কয়েকজনের নাম এসেছে।

সেই সূত্র ধরে গত ১৮ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখানো এবং দশদিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত সেদিন পরে ২৫ এপ্রিল এ আবেদনের শুনানির দিন ধার্য করেন।

২৫ এপ্রিল (সোমবার) শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, মাহমুদুর রহমানের রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।

সানবিডি/ঢাকা/আহো