ঝালকাঠিতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রকাশ: ২০১৬-০৪-২৬ ১৪:০৭:১১


jhalakati-saja20160426074916ঝালকাঠি নবগ্রামের চাঞ্চল্যকর আব্দুস সালাম খান হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল করীম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আলমগীর হাওলাদার (৩৮), কামাল হাওলাদার (৩৫) মিরন ওরফে বুলু (৩২)।

জানা গেছে, নবগ্রামের আব্দুস সালাম খানকে ২০০৯ সালে হত্যা করে প্রতিপক্ষরা। এতে তার স্ত্রী লাবনী আক্তার বাদী হয়ে  আলমগীর হাং , কামাল হাং, মিরন ওরফে বুলু, জলিল, মিলন ও গনিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্যগ্রহণ ও পর্যালোচনা শেষে ৩জনকে দণ্ড ও বাকি ৩ জনকে বেকসুর খালাস প্রদান করেন। রায় ঘোষণাকালে সকল আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আব্দুল মন্নান রসুল ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আ.রশিদ সিকদার।

সানবিডি/ঢাকা/আহো