এবি ব্যাংকের রাইট ঘোষণা
প্রকাশ: ২০১৬-০৪-২৭ ০৯:৫৮:০৮
রাইট ঘোষণা করেছে পুঁজিবাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেড। ৫টি শেয়ারের বিপরীতে ৪টি শেয়ার রাইট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। আজ মঙ্গলবার কোম্পানির ৬০২তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২.৫০ টাকা প্রিমিয়ামসহ সাড়ে ১২ টাকায় রাইট ছাড়তে চায় এবি ব্যাংক।
জানা গেছে, ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২.৫০ টাকা প্রিমিয়ামসহ সাড়ে ১২ টাকায় রাইট ছাড়তে চায় এবি ব্যাংক।
এর জন্য কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই। এর জন্য রেকর্ড ডেট নিধারণ করা হয়েছে ৩১ মে।
ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে কো্ম্পানিটি। অনুমোদন পাওয়ার পর শেয়ারহোল্ডারদের থেকে টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।
সানবিডি/ঢাকা/এসএস