ছাগলের পেটে মানবশিশু!
প্রকাশ: ২০১৬-০৪-২৭ ১৮:১৫:২৫
জোহর রাজ্যের কৃষি ও কৃষিভিত্তিক শিল্প কমিটি চেয়ারম্যান ইসমাইল মোহামেদ স্থানীয় দৈনিক দ্য স্টারকে বলেন, ছাগলছানাটির মৃতদেহ রাজ্যের ভেটেরিনারি সার্ভিস ডিপার্টমেন্টে হস্তান্তর করা হবে। সেখানকার গবেষণাগারে সেটি কোনো ব্যক্তি ও ছাগলের যৌনমিলনের ফলে জন্ম নিয়েছে কি না তা পরীক্ষা করা হবে।
তিনি বলেন, এ ধরনের ঘটনা আগে না দেখায় এই মুহূর্তে মানবাকৃতি ছাগলছানাটি কোনো ব্যক্তি ও ছাগলের মিলনের ফলে জন্ম নিয়েছে নাকি অন্যভাবে হয়েছে তা নিশ্চিত করা যাচ্ছে না। সেই ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তা নিশ্চিত হতে দুই সপ্তাহ থেকে এক মাস লেগে যেতে পারে।
ইসমাইল আরও জানান, ছাগলটি কোনো ব্যক্তি দ্বারা ধর্ষিত হয়েছে কি না তাও তদন্ত করে দেখবে রাজ্য সরকার। মানবাকৃতি ছাগলছানাটি কোনো ব্যক্তি ও ছাগলের মিলনের ফল কি না এখন তাই দেখার বিষয়।
সানবিডি/ঢাকা/এসএস