লাইট হাউজ ক্যারিয়ার কলেজের “অগ্নিনির্বাপন ও ভূমিকম্পন বিষয়ক মহড়া”
প্রকাশ: ২০১৬-০৪-২৮ ১৮:১০:১৭
লাইটহাউজ ক্যারিয়ার কলেজে “অগ্নিনির্বাপন ও ভূমিকম্পন বিষয়ক মহড়া” কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় অবস্থিত কলেজের নিজস্ব ক্যাম্পাসে এ মহড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করে কলেজের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম সবুজ। প্রশিক্ষণটি উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের সার্বিক তত্ত্বাবধায়নে পরিচালিত হয়।
এসময় কলেজর ছাত্র/ছাত্রী, শিক্ষ, কর্মকর্তা কর্মচারী ছাড়াও উত্তরা ফায়ার ও সিভিল ডিফেন্স ষ্টেশনের সিনিয়র ষ্টেশন মাস্টার লিটন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস