তুরস্কের পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতি
প্রকাশ: ২০১৬-০৪-২৮ ২০:৩৯:৪৪
শরণার্থী ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি পাস করা নিয়ে তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টি ও কুর্দিপন্থী বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর শরণার্থী চুক্তি নিয়ে ওই আইন পাসের চেষ্টা স্থগিত করা হয়েছে।
তবে দেশটির ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মন্ত্রী বলেছেন, ইইউর নির্ধারিত সময় আগামী সপ্তাহে আবারো সংসদে আলোচনা করা হবে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে সেনাবাহিনীর হামলা এখনো চলছে। এমন সময় বুধবার পার্লামেন্টের ভেতরে সংসদ সদস্যরা একে অপরকে আঘাত, কিল-ঘুষি মারেন।
বুধবার সংসদে হাতাহাতির ঘটনার পর অধিবেশনের শেষে ভারপ্রাপ্ত স্পিকার ঘোষণা দেন, সোমবারের অাগে পার্লামেন্ট অধিবেশন শুরু হবে না।
সংসদ সদস্যরা ইউরোপে তুরস্কের নাগরিকদের ভিসামুক্ত সফরের জন্য ওই বিশেষ আইন ইস্যুতে শুক্রবার ও শনিবার অালোচনার প্রত্শা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির অন্যতম একটি শর্ত ইউরোপে শরণার্থীদের স্রোত ঠেকানো।
সানবিডি/ঢাকা/আহো