চাঁদপুরে হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশ: ২০১৬-০৪-২৯ ১৪:৩২:০৮
চাঁদপুরে শহরের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি ব্যবসা প্রতিঠান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার ভোরে বৈদ্যুতিক সট সার্কিট থেকেএ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এশিয়া ইলেক্টট্রনিক্স, আল-আমিন লাইট হাউজ, তানহা স্টোর, মেসার্স শরীফ স্টোর প্রমুখ।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান, অগ্নিকাণ্ডে ৪টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তবে আমরা দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে আসায় শত শত ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে।এদিকে, ক্ষতির পরিমাণ ১ কোটি টাকারও বেশি হবে বলে দোকান মালিকরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।
সানবিডি/ঢাকা/ইমরান/আহো