রাজধানীতে লাশের গাড়িতে ডাকাতি

প্রকাশ: ২০১৬-০৪-৩০ ১০:০৫:৩৭


sunbd-30-04-16রাজধানীর খিলগাঁওয়ে লাশবাহী একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সুকুমার সরকার (৫৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

খিলগাঁও শেখের জায়গা এলাকায় শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সুকুমারের ছেলে অজয় সরকার জানান, তারা পরিবারের সবাই চট্টগ্রামে থাকেন। শুক্রবার বিকেলে বার্ধক্যজনিত কারণে তার দাদি অমিও বালা (৮৫) চট্টগ্রামে মারা যান। ওই লাশ নিয়ে তার পরিবারের লোকজন গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে যাচ্ছিলেন। এ সময় খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় পৌঁছলে ১০-১২ জন তাদের গাড়ির গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা তার বাবা সুকুমারের বাম হাতে ছুরিকাঘাত করে। এ সময় তাদের কাছে থাকা স্বর্ণালঙ্কারসহ ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। পরে তার বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তিনি।

ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, ছুরিকাহত সুকুমারকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু) পাঠানো হয়েছে।