চুক্তিবদ্ধ হলো কার্ডিফ ও ড্যাফোডিল ইউনিভার্সিটি

প্রকাশ: ২০১৬-০৪-৩০ ১৫:০৭:৪১


FB_IMG_1461840253331২৩ এপ্রিল ২০১৬ দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি (ডিআইএ) ও কার্ডিফ মেট্টোপলিটন ইউনিভার্সিটি (যুক্তরাজ্য) চুক্তিবদ্ধ হয়েছে।

যুক্তরাজ্যের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষে উপ উপাচার্য (আন্তর্জাতিক) প্রফেসর মোহাম্মেদ লুৎফি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির (ডিআইএ) পক্ষে নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান সমযোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন কোর্স বিজনেস এডমিনেষ্টেশন, ইনফরমেশন টেকনোলজি, ইন্টারন্যাশনাল হসপিটালিটি এন্ড টুরিজম ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিকম অনার্স, বিএসসি ইন সিআইএস, এনিমেশন, বায়োমেডিকেল সায়েন্স, ইংলিশ এন্ড ক্রিয়েটিভ রাইটিং, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি, হেলথ কেয়ার সায়েন্স, আইন, এমবিএ, এমএসসি প্রোগ্রাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি পরিচালনা করতে পারবে এবং উক্ত শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাবে।

উল্লেখ্য গত জানুয়ারি মাসে কার্ডিফ মেট্টোপলিটন ইউনিভার্সিটির প্রতিনিধি দল ড্যাফোডিলের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। বিভিন্ন প্রোগ্রাম চালু ও মান সম্মত শিক্ষা প্রদানের বিষয়টি পরীক্ষা করাই ছিল উক্ত পরিদর্শনের মূল উদ্দেশ্য।