ভারত থেকে ফেরার সময় ১৪ বাংলাদেশী আটক
প্রকাশ: ২০১৬-০৪-৩০ ১৮:৩১:৫৩
যশোরের বেনাপোল সীমান্তে অবৈধপথে ভারত থেকে দেশে ফেরার সময় শনিবার সকালে ১৪ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটকরা হলেন, গনেশ অধিকারী (২১), গুরুচান বিশ্বাস (২১),পলাশ বিশ্বাস (২৬), বায়েজিত (২৬), ছটু শিকদার (২৫), পবিত্র বিশ্বাস (১৮), মালতী সাহা (৪৫), রুমেছা (৩৬), রত্না বিশ্বাস (২৫), ইয়াসিন (২৫), হাসান (২৮), ছায়া মন্ডল (৫৫), কমলা রায় (৭০) ও বিরাজ দত্ত (২৮)।
এদের বাড়ি শেরপুর, যশোর, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ, খুলনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোলের বড়আঁচড়া সীমান্ত থেকে এদের আটক করা হয়। এ অভিযানকালে দালাল চক্র কৌশলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজিত জানান, বিজিবি ১৪ জন নারী-পুরুষকে আটক করে পোর্ট থানায় সোপর্দ করেছে। শনিবার দুপুরে আটকদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো