মাতুয়াইলে ৭০ হাজার ইয়াবা ও পিস্তলসহ আটক ৩

প্রকাশ: ২০১৬-০৫-০১ ১৫:৫৩:১০


Atok.3রাজধানীর কদমতলীর মাতুয়াইলে ৭০ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পূর্ব বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম মাতুয়াইলের মেডিকেল হাসপাতালের উত্তর পাশে বিশ্ব রোডের ওভার ব্রিজের নীচ থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- সায়েম, মো. ইসমাইল হোসেন এবং আলমগীর। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য (পূর্ব) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব আলম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামানের নির্দেশনায় সিনিয়র এএসপি শাহ নূর আলম পাটওয়ারী এ অভিযানটি চালিয়ে তাদের আটক করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।