‘শ্রমিকদের বাঁচার মত মজুরী ও নারী নেতৃত্ব নিশ্চিত কর’

প্রকাশ: ২০১৬-০৫-০১ ১৭:২৯:৪৪


2‘শ্রমিকদের বাঁচার মত মজুরী ও নারী নেতৃত্ব নিশ্চিত কর বলে দাবি জানিয়েছে রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে নেতারা এ দাবি জানান।

কৃষক নেতা জায়েদ ইকবাল খান তাঁর বক্তব্যে বলেন, শ্রমিক ছাঁটাই, নির্যাতন, দমননীতি বন্ধ করে শ্রমিকদের জন্য যুগোপযোগী ক্ষতিপূরণ আইন প্রণয়ন করতে হবে।

সংগঠনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শ্রমিকদের জন্য পেনশন, সামাজিক সুরক্ষা ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।

সমাবেশে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, গত তিন দশকে পোষাক শিল্পখাতে মালিক শ্রমিকের অর্থনৈতিক ব্যবধান দিন আর রাতের মতোই দিনে দিনে বেড়ে চলেছে। পোষাক মালিকরা একটা কারখানা থেকে গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের মালিকের পরিণত হয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিকে পরিণত হয়েছে। কিন্তু শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল, বাঁচার মতো মজুরী, শ্রম আইন বাস্তবায়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত না করেই এক তরফাভাবে অর্থনৈতিক ব্যবধান দাড়িয়েছে দিন আর রাতের মতো। এই অর্থনৈতিক ব্যবধান কমিয়ে এনে শ্রমিক বাঁচার মজুরী, নারী নেতৃত্ব ও শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

সভাপতি লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে শ্রমিকদের বাঁচার মত মজুরী ঘোষণা ও নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবিতে রেডিমেড গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক হামিদা ইয়াসমিন, শ্রমিক নেত্রী মালা আক্তার, শিলু আক্তার, পারুল আক্তার, হিরণা বেগম, আলামিন সরকার, নাজমুল হোসাইন প্রমুখ।